কলমে জমছে কথা, লিখতে চায়
কিন্তু পারে না যদি কান্না পেয়ে বসে হায়!
স্মৃতি ভাসছে বেখেয়ালি নিউরনে
উত্তেজনা ভর্তি টগবগে জীবনে  
অভিনয়ে ব্যস্ত দুটো নরনারীর
প্রানহীন সম্পর্কের ইতিটানে
কলমে জমছে কথা কিন্তু লিখতে পারে না।


অতীতের কষ্ট জমা ক্রোধ
বিষাদের চোখে আগুন জ্বলবে
বর্তমান সমাজিকতার বলয়ে
বিষণ্নতার মেঘ জমবে
এই ভেবে লিখে না আর
লিখবে না কোনো বর্তমানে।


কলমের কথা, কলমের সিন্দুকে থাক নিরাপদে
জোনাকির আলোয় পথ খুঁজে পাবে নতুন গন্তব্য
কলমের নতুন গন্তব্যের মহাসমারোহে মহাযাত্রা
সৃষ্টির হোতার ইচ্ছায় কলমে আসবে উদ্দীপনা
উৎসবে রঙ্গিল ফুল,ছায়া,পাতা,মানবতা।


কলমের কথায় জাগবে তরুণ-তরুণী
হিংসার চাদর ছুড়ে ফেলে দিয়ে
তৈরি করবে মানবতার মেদিনী।


কলমের গতিতে জন্মাবে নতুন কলম
নতুন অভিলাষ নতুন বুদ্ধিমত্তা
পুরান ইতিহাস গাঁথবে কলমের শিশিতে
কালো,লাল,সবুজ ভিন্ন জাতিতে।


কলমের মাঝে জমবে কথা
দর্শন বুঝে লিখবে সেথা
সৃষ্টির হোতার ইচ্ছায়, বাড়বে সৃজনী পৃষ্ঠা
ইতিহাস লেখা কলমের শত চেষ্টা।


কলমের গন্তব্য ইতিহাস সৃষ্টির চেতনা
অতীতকে অতিথি  ভেবে, ভুলে যাওয়ার যাতনা।