কথাগুলো খুব জমেছে
দেখা হলে বলবো বলে
আমার কথা শুনবে বলে
তাই কি তুমি আসবে সাথে!


কথাগুলো খুব দুষ্টু
শাসন  মেনে  থামছেনা
তোমার সাথে দেখার বায়না
ভুলছে তাঁরা এমন না।


সময় গুনছে ; গুনছে রাত
গুনছে তাঁরা শুকতারা
এই যেন তাঁরা জন্ম নিলো
খুঁজলো তাঁরা নিজের মা।


কথার জন্ম স্মৃতিরা দেয়
স্মৃতির জন্ম মানুষ!
মানুষ সে যে হারিয়ে যায়
কথারা তা বুঝলো কই!


কথারা তাই খুব হতাশ
মানুষের ভীড়ে অসুর দেখে
নিজের পরিচয় আত্মগোপনে
বাঁচার জন্য পালিয়ে চলে।