মাথা হওয়ার আগে
মাথা কেটে গেল।
বড় বড় মাথারা
পালিয়ে  গেল সব।


শুনে শুনে
এলো তারা
দলে দলে যোগ।
চা নাস্তার আড্ডায়
ভেবে ওঠে সব।


নতুন মুখ নতুন রঙ
মেতে উঠে হরদম।
বুঝার আগেই
কাজ শেষ।
কত অবদান
হয় নিঃশেষ।


রাত বাড়লেই
বুঝতে থাকে।
তবুও তাঁরা
নির্দোষ সাজে।
সূর্যদোয়ে সুযোগ আসে
প্রায়শ্চিত্ত মুচকি হাসে।


আবার তাঁরা মুখোশ পরে
নিজের ধর্ম বজায় রাখে।
শুরু করে স্বার্থ -স্বার্থ খেলা
এ যেন পার্থিব লীলার মেলা।