নামহীন কোনো সম্পর্কের সমাপ্তিরেখা
থাকে না চিহ্নিত করা!
সময়ের টানে যতদূর যায় ভাসা
তাঁরই যেন আপ্রাণ চেষ্টা।


কিছু কিছু অজানা মোড়ের ভয়ানক বাস্তবতা
নিষ্প্রাণ করে দেয় অন্তরাত্মাকে।
অন্ধবিশ্বাসী হয়ে যা সত্য ভেবেছিলো এতদিন
আজ তা কাঁদায় ভীষণ গোপনে।
কত যে সন্দেহ! কত যে কোন্দল!
বয়ে গেছে এক নিষ্পাপ হৃদয় জুড়ে
কেউ তা জানে না!
কেউ তা জানবে না!
সেটা গোপনীয়! সেটা লুকায়িত!


অব্যক্ত কাব্যের অপরিচিত পঙক্তিতে
নিদারুণ ভুল পথের পথিক হয়ে
বয়ে নিয়ে চলে এক নামহীন সম্পর্কের তকমা।