উড়ে যেতে দাও কিছু কথা
লিপিবদ্ধ নাই থাকুক তাঁরা
ওজোনস্তরে জমুক মোটা মোটা স্তরে
বৃষ্টি হয়ে ঝরে পড়ুক সময়ে অসময়ে।
প্রকৃতি শীতল হোক
দুর্বার কষ্টের ক্লান্তি থেকে।


লিপিবদ্ধ হলেই ; মস্তিষ্কে মলাট বদ্ধ হবে
দুদিন পড়ে ছেপে যাবে প্রতি নিউরন জুড়ে ।
হৃদপিণ্ডে বিক্ষোভ মিছিল করবে ; কিছু উগ্রবাদী!
দাবি মানা হোক! নয়তো ধর্মঘট!
আপন রক্তে এসব কি বেইমানি!


নিজেকে বাঁচাতেই উড়িয়ে দেই ঊর্ধ্বপানে
অনেক অজানা কথার ঝড় ।
উড়ে যাক তাঁরা ; হারিয়ে যাক নীলাকাশে
ভুলে যাক হৃদপিণ্ডে কোনো মিছিল হবে!


বেঁচে থাকুক হৃদপিণ্ড!
বেঁচে থাকুক ওজোনস্তর!