পণ্ডশ্রম!পণ্ডশ্রম!পণ্ডশ্রম!
স্বেচ্ছায় যা করি সব পণ্ডশ্রম
শখ ইচ্ছা যা আছে সুপ্ত
তা রেখে দাও প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত।


যখন হয়ে গেলে প্রতিষ্ঠিত
তখন করো সব শখ পূরণ
যত সুপ্ত প্রতিভা গর্তে পড়ে মরে গেছে
তাদের জীবিত করিও তখন।


চাকুরির চিন্তা নাই করো
গেলো চাকুরি তখন
কিন্তু তুমি প্রতিষ্ঠিত
বুঝেছো তুমি শিক্ষিত তখন
তোমার টাকা আছে, আছে সম্পদ
তোমার সংসার, তোমার সন্তান সব তোমায় কেন্দ্রীভূত
সব দায়িত্ব আসবে যখন
তখন করো শখ পূরণ
বুঝেছো তখন করিও শখ পূরণ!


অভুক্ত রেখো পরিবারকে
সারাদিন গিটারের কর্ডের সাথে সময় দাও
রাতে কবিতার ডায়েরিতে মাথা খুটাও
কত পারো তখন
দেখবো!


এসব কিন্তু না খেয়ে করতে হতে পারে
খালি পেটেও করতে হতে পারে
বুঝেছো  বাছাধন!
আরও করো শখ পূরণ
ইচ্ছা পূরণ!


একদিন মনে হবে
ধূর নেই কোনো প্রতিভা!
সকাল সন্ধ্যা আমার অফিসেরর কাজটাই সেরা
আর কি হবে শখ পূরণ?
সব ঐ এক পণ্ডশ্রম!