পরগাছা স্বভাব আমার
দাঙ্গা লাগানো আমার নেশা।
আমি নিজের অস্তিত্ব জানি না
পড়ি না নিজের ধর্মীয় গ্রন্থ।
আমি শুধু উসকানি পছন্দ করি
পছন্দ  করি রক্তাক্ত পলাশীর প্রান্তর।
ধর্মের  নীতি আমি পড়ি না
আমি তো ব্যস্ত মিছিলে সমাবেশে।
আমার গলার স্বর খুব উচ্চ
আমার হাত খুব ভালো চলে
তাই তো আমি সবার প্রিয়
যেকোনো দাঙ্গাতে।


অন্যের বাড়ি জ্বললে
আমার পৈশাচিক আনন্দ আসে।
অন্যের টাকা দখলে
একটা তৃপ্তির ঢেকুর ওঠে।
অন্যের কান্না আমার হাসির খোরাক
যেন গুণগুন করে আমার কানের কাছে।


আরে আমি তো ভুলে গেছি
আমি পরগাছা!
আমি কি মানি নিজের ধর্মের নীতি।
আমার শিকড় আমি খুঁজি না
খুঁজি না স্বর্গের পথ।


আমি পরগাছা!
আমি শুধু উসকানির কারিগর।