পতিতা!
হ্যাঁ, পতিতা আমি  !
সমস্যা আছে কোনো?
আমি ভালো আছি।
হয় কি হিংসা?
বলো কি?
সত্যি তাই!


আমি কলঙ্কিত!
আমাকে দেখলে ছিঃ! ছিঃ! করো
রাত বাড়লেই তুমি তো জিজ্ঞেস করো,
আমার দাম কতো?
দিনের আলোতে পাপ চেনো,
আলো ফুরালে পাপ করো।


বাহ্! তুমি ভালো অভিনেতা তো ইরফান।
আমি  শুধু নিকষার খেলোয়াড়!
তুমি তো জগতের মাতোয়ার।


আমি যখন অভুক্ত,
তখন কেউ ভাত দেয়নি।
স্টেশনে কত শত রাত চলে গেল,
কেউ তো আশ্রয় দেয় নি আমায়।


এখন দেখো,
আমি মুক্ত।
আমার দেহের কাম
সমাজের অভুক্ত পুরুষকে করে তৃপ্ত!
কেউ চোখে স্বাদ মেটায়,
কেউ হয়তো  ত্বকের রন্ধ্রে।


আমি আজ দাতাকর্ণ।
তবুও ইরফান
তুমি আমায় বেশ্যা বলো!