সাধু আধুনিকা জন্ম নিলো
পুরনো সব রোবটে
ফাংশন কিছু রূপান্তরিত
বাকিটার  শুধু পুনর্জন্ম।


ধর্মের দেওয়ালে শেওলা
রঙ ফুরায় এখন সততা!
ভণ্ড ও পাষণ্ডদের
ধার্মিক খোলসে সব চেহারা!
ধর্ম বিকায় কেজির পাল্লায়
মানুষ মাখে পাপ
এত এত অশুভ আত্মা
কোথায় স্রষ্টা? কোথায় কালসাপ?


সভ্যতার উন্নয়ন!
আয়নায় চোখ দূরদর্শন!
মাটির স্থলে ইস্পাতের দালান ওঠে
একটা সমাধি আরেকটার উপর তরতরিয়ে।


কাক, শকুন ছিঁড়ে খায় মানবতা
রক্ত শুষে চায়ের কাপে।
রাস্তার কুকুরও খায় মানবতা
অধর্মের আগুনে পুড়ে যাওয়া
মৃত মানুষের যত মাথা।