আগুন আগুন জ্বলছে জ্বলুক
আমার তাতে করার কি?
ফায়ার সার্ভিস আসবে যখন
নিভবে তারা এমন কি?


আমার মাথায় চিন্তা নেই
আমার সুখে অভাব নেই
কেন আমি  ঘামাবো মাথা?
চশমা চোখে পড়ে দেখে
কোথায় কারণ  আর কোথায় সমাধান
এসব আমার দরকার কি?


আমার মতো বীরপুরুষ
আমার কতো কাজ থাকে।
লঙ্কাপুরীর চিন্তা করার
আমার আবার সুযোগ কই?


হনুমান পুড়ে লঙ্কাপুরী
রাম করে সাহায্য
আমি বিভীষণ
যে পাল্টেছে চরিত্র।


রাবণ এসে খবর নেয়
ইতিহাসে কি পুনরাবৃত্তি হয়!
কথায় কথায় অতীত ঘাটে
হিসাব কষে সমাধান খোঁজে।
যুদ্ধ সে চায় না!
চায় না অশান্তি!
সীতাকে ফিরিয়ে দিয়ে
চায় প্রশান্তি।


বিভীষণ আর মেঘনাদ চড়ে তাঁরা দিব্যরথে
সীতাকে ফিরিয়ে দিয়ে ধর্মের পৃথিবী রক্ষা করে।
ত্রেতা যুগের উল্টো পথে চললো রাবণ
কলিকে বদলায় দিলো একটি সুঘটন।


কলির ধ্বংস হলো না
ইস্রাফিলের শিঙ্গার আর দরকার হলো না
কলিতে এবার সৃষ্টি হলো সত্যের প্রেরণা।