ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা
চোখে স্বপ্ন বাড়ি ফেরার
অবসাদ, ক্লান্তি, দুশ্চিন্তা
নির্ঘুম রাত জাগা।
শুধু একটাই স্বপ্ন
যাবো আমি বাড়ি!
স্বপ্নের মায়ায়
ওড়াবো ঘুড়ি।


একটা সন্ধ্যা ,  একটা রাত
একটা ভোর আর একটা সকাল
শেষ হলেই মিলবে এক জাদুর কাঠি
সেটাই টিকিট!
জনসাধারণের মুখে যার বুলি ফুটে অনর্গল।


সেই টিকিটের জন্য স্টেশনে
অপরিচিত কত জীবের সাথে
হাত মেলানো! কত গল্প!
আবারও কিছু জীবের সাথে
কত বিদ্রোহ! কত ক্রোধ!
যেন এক পলাশীর যুদ্ধ।


অবশেষে সব বিপদ উতরিয়ে
হাতে এলো ; হালকা সবুজের মোড়কে
সেই টিকিট!
যার জন্য এত প্রতীক্ষা।


বিজয়ীর বেশে এক  চিলতে হাসি নিয়ে
এক তীব্র শঙ্কা থেকে সবার মুক্তি
যেন আজ দাসত্বের শিকল ভেঙে গেছে
এক দৈবিক শক্তির আর্শীবাদে।