পরিত্যক্ত  বাড়িতে ছাদের উপরে
একা বসে সিগারেট নিয়ে
একদল মেঘ উড়ছে আকাশে
আরেক দল উড়ছে ছাদে
ছেঁড়া পালে উঠছে উপরে
মিলছে তারা একসাথে।


এলোমেলো চুলে মুখ ডুবেছে
আপন সত্ত্বা চোখ বুজেছে
বেখেয়ালে হাত পুড়েছে
দগ্ধ হওয়ায় খুব জ্বলেছে।
মনের হাসপাতালে ভর্তি হয়েছে
ডাক্তার এসে ওষুধ দিয়েছে।


পাশে নিশ্চুপ বসে থাকা; গিটারের কথা জমছে
এক দীর্ঘ দম নিয়ে; আত্মবিস্মৃতির গীত গাইছে
প্রকৃতির সুরে প্রলাপ বিলাপ ;মেঘের মতো ভাসছে
রক্তে মোড়া হৃদয় জুড়ে; এক বেদনার মেঘদূত নেমেছে।


সন্ধ্যা নেমে দীপ জ্বলেছে
গোধুলির মায়া ছায়া হয়েছে।


অ্যালার্ম হঠাৎ বেজেছে; সকালের সূর্য উঠেছে
পরিত্যক্ত বাড়ি! টাইম ট্রাভেলে দালান হয়েছে।