মধ্যবিত্ত তুমি যাকে বিলাসিতা বলো?
তা উচ্চবিত্তে প্রয়োজনীয়তা।
নিম্নবিত্ত তুমি যাকে বিলাসিতা বলো?
দুই শ্রেণির তা  নিজেদের মধ্যে তাল মিলিয়ে চলা।
দুই শ্রেণি যাকে মেকি কান্না বলে?
নিম্নবৃত্তের তা আহার্য সংগ্রহের পথ।
নিম্নবৃত্ত যাকে আরাম বলে?
দুই শ্রেণির তাতে প্রভেদ বিস্তর;
কেউ খুশি হয় টাকাতে!
কেউবা নেশাতে।


দুই শ্রেণির কাছে যা পঁচা!
নিম্নবিত্তের কাছে সুস্বাদু মজার।
যা বললেই দুই শ্রেণির সংসারে অশান্তি!
নিম্নবিত্তের তাতেই শান্তি।
যাক একজনের খাদ্যের ভার তো বাঁচলো!
বলে হাঁপ ছেড়ে বাঁচা।


সমাজের চোখ জ্বলে নিভে প্রয়োজন সাপেক্ষে
কিন্তু অশান্তির চোখ জ্বলে অবিরাম!
যেন তাদের চোখে ঘুম ঘোর নাশকতা নেই,
নেই রাত্রির অন্ধকার নিস্তব্ধতা ।