লিখতে চাই কিছু কথা
ভয় হয় কিভাবে নিবে
সবাই সেটা!
প্রতিবাদ করতে আমিও চাই
চাই কলমের কথায় ডাক দেই এক বিদ্রোহের
যেখানে গোঁড়ামি সত্য চিনবে
চিনবে ভুল সঠিকের মাপকাঠি।
কিন্তু আমি ভয় পাই
পিছিয়ে যাই চিন্তা থেকে
কাগজগুলোতে যা লিখেছি
আগুনে পুড়ে ছাই করি সব!
আমি ভয় পাই!
আমি লিখবো না কিছু।
আমি ভীতু!  আমি কাপুরষ!
ভয় হয় আমার!
নড়াইলের ঘটনা যদি পুনরাবৃত্তি ঘটে আবারও
আমি খুব ভীতু!
আমার খুব ভয় হয়।