এখন আর কোন সাড়া শব্দ নেই।
থেকে থেকে শুধু বেগুনপোড়া কিংবা গুলিবিদ্ধ মানুষের আর্ত চিৎকার
আর স্বজনহারা মানুষের হাহাকার শোনায়।
সন্ধ্যা হতে না হতেই অজানা আতংকে শহরগুলো ফাঁকা হয়ে যায়
না জানি কখন কে পেট্রল বোমা ছুড়ে মারে
বাসে কিংবা বাজারে...
আর শুরু হয়ে যায় বেগুনপোড়া মানুষের আর্ত-চিৎকার...
এও কি কোন মানুষের কাজ?
সন্ধ্যার পর চিরচেনা কোলাহল মুখর শহরটি কেমন নিস্তব্ধ হয়ে যায়
আর চিরচেনা মানুষগুলো যেন কেমন অচেনা হয়ে যায়...
একাত্তরের রাজাকার কিংবা খান সেনাদের মত
সাক্ষাৎ যমদূতের মত কড়া নাড়ে দরজায়...
রাতের আঁধারে কারা বোমা মারে তা স্পষ্ট নয়
তবে এটা স্পষ্ট যে, লাশ নিয়ে ভাল রাজনীতি হয়
এই আগুন আগুন খেলা ভাল খেলা নয়
কেন জানি আমরা ভুলে যাই-
আগুনের কোন জাত-পাত নাই
রাজনীতি কি এতটা জঘন্য হয়!