নিরন্তর পথ চলা


প্রকৃতির তীব্র রুক্ষতায়
অতিষ্ট প্রকৃতি কূল,
ঝড়-বাদলের সংস্পশ'তে
কেহবা ভ্রান্ত,কেহবা ভুল।


আমি ছিলাম ভুলের দলে
ছিল রুদ্র কন্ঠ আর বলিষ্ঠ বাহু,
জীবনের রোসানলে
গ্রাস করে ক্ষয়িশ্নু রাহু।


অগ্নি ঝড়া তপ্ত চরে
আসলে তুমি সলিল হয়ে,
শান্ত হৃদয় শান্ত মনে
দিলে তুমি পরশ ছোঁয়ে।


এখন ভাবি আমি ভাবায় মন
ভাবনা আসে সারাক্ষণ,
তোমার কথা মুক্ত গগনে
উড়াবোতো আজীবন।


ব্যক্ত ক'রে তোমার গুণ
রপ্ত ক'রে হাল,
চাঁদ-সুরুজের উপমাটা
দিবো চিরকাল।


চলছি আমি মেঠ পথে
হাঁটছি ছন্ন ছাড়া,
এক পশলা বৃষ্টি হটাৎ
মনটাকে দেয় নাড়া।


থাকছেনাতো ঘাট-বেঁধে
বাধছি বাসা বারংবার,
ঝল্লা করে ঘাড় মুড়িয়ে
ঠেলছে পিছে অনিবার।


থেকো তুমি রেখো আমায়
থাকবো আমি রাখবো তোমায়,
অবগাহন করবো মোরা
মোদের আলেয়ায়।


যাও যদি চলে একা ফেলে
ডাকবো নাকো আর,
নিরন্তর পথ চলা মোর
সাঙ্গ নাহি হ'বার।