হ্যাঁ, আমি আজও বেঁচে আছি।
বেঁচে আছি আমি একাকিত্বের মাঝে,
বেচেঁ আছি নীরবতার গভীর আলাপনে;
নিস্তব্ধতার মাঝের প্রহরে বেঁচে আছি।
বেঁচে আছি সেই সকল প্রহর জুড়ে,
যা আজও রহস্যের গীত গায়;
যা আজও শৈশবের স্মৃতির মাঝে জেগে।
আমি আজও বেঁচে আছি সেই সকল চাহুনিতে,
যা মায়ের মমতামাখা চোখে সন্তান দেখে;
যা প্রেমিকার লজ্জামাখা চোখে প্রেমিক দেখে।
নির্লিপ্ততার দেয়ালকে ভেদ করে বেঁচে আছি,
শত আলোক রশ্নির মাঝে আজও আমি জীবন্ত।


হ্যাঁ আমিই সেই "মায়া",
যে আজও বাচে সকল অনুভূতির মাঝে..
আমি বেঁচে আছি, বেঁচে থাকব চিরকাল;
যতদিন না ফুরোবে এ জগৎ সংসার।