তুমি কি আমার বৃষ্টি হবে?
নির্মল স্নিগ্ধ বৃষ্টি?
অবলীলায় হাটব দু’জন,
মায়ায় ভরা দৃষ্টি।


তুমি কি আমার বেদনা হবে?
ক্লান্ত পীড়িত বেদনা?
যখন আমায় বুঝবে না কেউ,
বলবে তুমি, ‘কেঁদো না’।


তুমি কি আমার কান্না হবে?
কষ্টে ভরা কান্না?
চোখ দু’টি আঁচলে মুছে,
বলবে তুমি, ‘আর না’।


তুমি কি আমার দুঃখ হবে?
আড়ালে থাকা দুঃখ?
জীবন-নদীটা শুকিয়ে গেছে,
আজ তা বড়ই রুক্ষ।


তুমি কি আমার নীরবতা হবে?
শান্ত নীরবতা?
আশার প্রদীপ নিভে যায় যাক,
কমবে না স্বাধীনতা।


তুমি কি আমার কবিতা হবে?
অনুভূতির কবিতা?
হৃদয়ে আসা অনুভূতি যত,
লিখব আমি সবই তা।


তুমি কি আমার ভালবাসা হবে?
নিবিড় ভালবাসা?
তোমাতে আমাতে জড়িয়ে রবে,
আমার সবটুকু আশা।