প্রিয় বরষার জল,
জানো কি তুমি কেন করে মোর
হৃদয় ছলছল?
কত না দীঘি, কত না নদী
কত না অশ্রুজল!
কত না বৃষ্টি, কত না বন্যা
কত না সাগর অতল!
জানো কি সে মোর ব্যাথা?
জানো, কি সে আকুলতা?
কার তরে এত আশা মোর,
কার তরে ভালবাসা?
কারে তবে আমি স্বপনে দেখেছি,
দিয়েছি অনল ভাষা!
নির্মল আঁখি কোন সে নারীর,
কে তবে প্রেয়সী, এই অনাড়ীর?
কে তবে বোঝাবে সুখের মানে,
যে সকল সুখের ঠিকানা জানে!
দুঃখের সাগরে বহুদূর এলাম,
এবার কি আমি তারে পেলাম?