জীবনের সব বন্ধনই যখন হয়ে যায় মুক্ত
যখন সব চাওয়া-পাওয়ারাই উবে যায় কর্পূরের ন্যায়,  প্রকাশিত বা সুপ্ত ।


মন আর ছুটে যেতে চায় না যখন অন্তহীন বেগে কিংবা বাঁধ-ভাঙ্গা উচ্ছ্বাসে
কারও আসার অপেক্ষায় থাকে না বসে, ভালবেসে
প্রচণ্ড ঘৃণারাও যখন বিবর্ণ প্রায়
জীবন-মৃত্যু যেথায় এসে পার্থক্য হারায়
আমি থাকব না সেই মহা প্রয়াণের অপেক্ষায় বসে
যদি চলে যেতেই হবে,  আজই কেন নয় তবে ?