নয় মাসের সংগ্রাম শেষে,
বহুল প্রতীক্ষিত বিজয় এসেছে ষোলই ডিসেম্বরে।


বাঙালি বাংলা মাকে মুক্ত করেছে হায়েনাদের নিষ্ঠুরতা থেকে,
বাংলার দামাল ছেলেরা বাংলা মাকে মুক্ত করেছে হানাদারদের অত্যাচার থেকে।


পৃথিবীর মানচিত্রে যু্ক্ত হয়েছে আরেকটি স্বাধীন দেশ,
প্রিয় বাংলাদেশ।


পাকিস্তান ষোলই ডিসেম্বর বোঝেছে, অত্যাচারের বিরুদ্ধে বাঙালি লড়তে জানে,
দেশকে তারা ভালোবাসতে জানে।


তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই বিজয় আমাদের,
দুই লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত এই মহান বিজয় আমাদের।


আমরা পেয়েছি একটি স্বাধীন দেশ, স্বাধীন পতাকা, হয়েছি স্বাধীন জাতি,
চলুন আমরা সবাই মিলে দেশটাকে গড়ি।