সময় চলে যায় তার গতিতে, নিশ্চিত গন্তব্যে,
অপূরণীয় থেকে যায় জানা-অজানা হাজারো ইচ্ছে।


প্রতিদিন সূর্য্যি মামার সাথে দিন হারিয়ে যায়,
অন্ধকারের সাথে চাঁদ মামা আলো ছড়ায়।


রাতের আকাশে প্রতিদিনই তারাগুলো ঝলঝল করে,
দিনের বেলা তারা হারিয়ে যায়, আকাশে পাখির মেলা বসে।


একেক পেশার একেক মানুষ নানান কাজে ব্যস্ত,
চেনা-অচেনা হাজারো সৃষ্ট জীব বহুবিধ খেলায় মত্ত,
এভাবেই হয়ে চলেছে এই বিশ্বসংসারের সমস্ত বন্দোবস্ত।