এতদিন স্বপ্ন ভুলে ছিলাম আমি বেশতো,
ভোর রাতের স্বপ্নে তুমি আসলে আর্নেস্তো।


তখন আমি যুদ্ধক্ষেত্রে প্রায় মৃত অবচেতন,
অসাড় হাতে ধরিয়ে দিলে বিপ্লবের রক্তকেতন।


কৌতুকে হাসিই পেল, দেহ তখন ভুজঙ্গলতা
আমাকে বাঁচাবে না কোনো বিপ্লবের ধারাবাহিকতা।


বক্ষ বিপুল রক্তস্নাত, প্রেয়সী পাশেই মৃত,
শকুনে শব ঠুকরিয়ে খায়, জন্মভুমি অধিকৃত।


সেই মুহূর্তে তুমি এলে, হাত রাখলে আমার চুলে
ফিরল ধীরে প্রাণের সাড়া, স্বৈরাচারীর ব্যর্থ বুলেট।


নতুন করে বাঁচব যখন হব আবার ছন্নছাড়া,
নতুন সকাল, নতুন অকাল, নতুন করে ঝাঁপিয়ে পড়া।


এমন সময় ঘুম ভাঙল নিয়ে স্বপ্নের রেশতো,
ভোরের আলো নরম বড়, পাশে থেকো- আর্নেস্তো।