আ‌মি ধরব কলম মারব তীর,
জনগ‌নের বু‌কে,
টাকার পাহাড় বস্তায় বস্তায়
‌বি‌সিএস এর চো‌খে।


‌চেয়ারটা যে খা‌লি বড়
প‌রে আ‌ছে একা,
ব‌সেই আ‌মি খেলব ফাইল
‌লো‌কের প‌কেট ফাকা।


রাজন‌ীতি‌তে সরকার বদল
‌হোকনা যত বার,
আ‌মি শধু সরকা‌রি দল
পা চা‌টিব আবার।


পদটা আমার উচু কর‌তে
‌দিন‌কে দিন কাল,
বাঁশ দি‌তেত নাইত মানা
সকাল কিংবা বিকাল।


কত স্পপ্ন বাবার চো‌খে
আমার চো‌খে আ‌রো,
‌বের হক না বিড়াল ছানা
বাঘ, সিংহ, সজারু।


আ‌মি শধু ঘোরব তখন
‌দেশ বি‌দে‌শে কত,
টাকা দি‌বে সরকার আমাই
পা চা‌টিব যত।


সা‌র্টি‌ফি‌কেট আ‌ছে আমার
যত চা‌রি‌ত্রিক সনদ,
তারপর‌তো ডাকাত আ‌মি
কি‌সের অভাব গলদ।


‌বি‌সিএ‌সে টিক‌তে হ‌বে
যা পা‌রি তা দি‌য়ে,
খাব আ‌মি রক্ত মাংস
‌চি‌বি‌য়ে গি‌লি‌য়ে।


এর পরও যে কত আশা
ঘুরপাক খা‌বে ম‌নে,
শধু আমার ইশারা আর
‌পে‌য়ে যাব সবখা‌নে।


স্বপ্ন আমার বহু দি‌নের
ক‌বে পা‌বো দেখা,
হাতছা‌নি‌তে ডকে‌ছে আমাই
‌বি‌সিএ‌সের রেখা।


১২ আ‌শ্বিন, ১৪২৪
‌চি‌নিশপুর, নর‌সিংদী।