ওযে দেখ নীল চোখ অন্ধকারে হাসি,
সে যে বলেছিল তোমায় ভালবাসি।
বলেছিল হাসি মুখে মিটিমিটি করে,
তুমি বাসভাল আমায় একটু ওরে।
যদি বাস ক্ষণিক ভাল, তুমি আমায়
ভালবাসা সব দিব উজার করে তোমায়।
তুমি যখন আমার মাঝে কর খেলা,
আমি তখন হাড়িয়ে যায় ঘোর একলা।
এমনি করে হাজার বছর তোমার মাঝে,
করছি আমি করছি খেলা সকাল সাঝে।
তোমায় নিয়ে একটু পরস ভাবি যবে,
সে সুখটা আমায় ঘিড়ে আসবে কবে ?
স্বপেনর মাঝে স্বপ্ন দেখা চলছে এখন!
তুমি এলে ভাঙ্গবে আমার স্বপ্ন তখন,
তোমায় নিয়ে হাড়িয়ে যাব উজান-ভাটি,
পাল ছেড়া নৌকা ছেড়ে চলব হাটিহাটি।
ফিরব না আর আমরা নিজের দেশে!
দুজন মিলে গড়ব আবার অবশেষে,
সে দেশেতে আমরা দুজন করব খেলা,
পাখির মত ছাড়িয়ে ডানা, আকাশে ভেলা।
সে জগতে স্বপ্ন আমার ছড়িয়ে আছে!
শধু হেটে যাব সে স্বপ্নের পাছে পাছে।
শধু তুমি আমায় সাঙ্গ কর,
একটু কাছে এসে হাতটি ধর।
আমার মত আজ তুমিও বল,
তোমায় ভালবসি, বাসব ভাল।
তাহলে মোর ছাড়িয়ে দিতে নাই যে মানা,
তোমার পানে আমার হৃদয় ডানা।
সে যে আমি উড়িয়ে দিব,
হৃদয় মাঝে তোমায় নিব।
করব খেলা চলবে ভেলা;
মোদের আকাশ পানে, না থাকনা বেলা।


লিচবাগান তেঁজগাও
১৫ অগ্রহায়ণ ১৪২০