।।আজ ৭ জানুয়ারি ফেলানী হত্যার ১০ বছর।।


পাখি নীড়ে ফিরে আকাশ হতে ঘুরে,
সবুজে ঘেরা রাক্তিমা বায়ুতে উড়ে।
কাঁটাতারে ফেলানী, ঝুলে ছিলেনা তুমি;
ঝুলে ছিল রক্তমাখা, শহীদদের বঙ্গ জন্মভূমি।
কোথা তারা যারা মানবের তরে গায় গান,
কেহ কি খাওয়াল তাদের সুপারি-পান?
জন্মভূমি ঝুলে আছে দেখলনা যারা,
তারা এ দেশে থাকার অধিকার হারা।
কেন প্রতিদিন বুলেটে ঝাঝরা আমার বুক!
আর কতকাল বাড়বে আমার মায়ের শুক?
আর কতকাল নিতি হারায় চলবে এ দেশ,
পেট-নিতিটা ছেড়ে দিলে সাবাই থাকবে বেশ।
বুকের মাঝে টেনে নিলে, আয় বলে খুকি,
তোর খুনিদের করব বিচার কেমন হবে দেখি’।
এ কি তুমি বুকে রেখে করলে ভারত মাতা?
রক্ত খরণ বাড়িয়ে দিয়ে ঝড়ালে পাতা।
এ দেশটা পেট-নিতিতে চলছে শতাব্দী আধেক,
ফেলানী তুমি চেয়ে দেখ কে ভালবাসে অনেক;
তাদের জন্য কর তোমার রবের কাছে মাগ,
তোমার বিচার পাবে, যত হক ঘাত-পতিঘাত।
লাসের গন্ধে ভারী হচ্ছে আমার দেশের আকাশ,
আর কতকাল ভারত মাতা করবে পরিহাস?
আজকে তুমি শুনে রাখ আমার মুখের বুলি;
একটি লাসের জন্য হলেও হবে পাঠাবলী,
                          হতে হবে পাঠাবলী।


লিচুবাগান তেজগাঁও
৫ আশ্বিন ১৪২০