মুখোশের আড়ালে শুশ্রী শেহা দি,
মিথ্যার ছকটা ভীষন একেছে অবদি|
সমাজকে ধোকা দিয়ে করছে সে,
প্রয়োজনে কাওকে আড়াল করে এসে।


যদি খুশি থাকে পাড়া- প্রতিবেশী;
মিথ্যাটা সত্য হবে, যেন আকাশে শশী!
পাশের বাড়ির মহাজন, খুশি রাখতে তারে;
তার মন-মহান করে দিলেই হরে।


ধোকা খাওয়া সমাজটা আজো ধোকায় আছে,
যারা এল গেল সকলেই ধোকা দিল পাছে।
নবরূপে নব ধোকা আজো বহাল,
ছুটছে সাধারণ অজানায়, হয়ে রাখাল।


ক্লাইভ আর মীর জাফর মিলে ঘষেটি খালা,
এখনো আনাগোনা চলছে বৈঠকের খেলা।
সব দিয়ের যদি পাই সিসংহের আসন,
অপ্রতিদ্বন্দ্বী মোর, হতে আর কতক্ষণ ।


খড়গ দিয়ে নিজের আসন বানাতে যে চায়!
সে খড়গ একদিন তাকে করবে চায়-চায়,
ইতিহাস খুড়ে দেখ পেরেছে কে?
দেখবে নিজের খড়গ ফেড়েছে নিজকে।


কোরান চুমিতে যার নাহি ভয়,
সে যে হেয়ালী নিজেও জানে ঐ।
আর কতভাবে ধোকাবাজি কেরবে শেহা দি?
খাল ভেঙ্গে নদী হয়ে যাচ্ছে সাগর অবধি।
তুমি আর কত হবে মিথ্যেবাদী?


লিচ-বাগান তেঁজগাও
১ অগ্রহায়ন ১৪২০