যার পরিচয়ে, পেয়েছি পরিচয়।
যার ঠিকানায়, মিলেছে আশ্রয়।
যার হাত ধরে বড় হয়েছি
হাটি হাটি পা পা
সে আমার বাবা।
যার শাসনে মানুষ হয়েছি,
যার আদর্শে বড় হয়েছি,
আমাকে নিয়ে যার স্বপ্ন গুলো
মেলেছিল ডানা
সে আমার বাবা।
আমার এ দুটি চোখ
দেখিতে চাই এক পলক,
খুঁজি বারে কারে বাবার মুখ।
কোথায় আছো তুমি
দিয়ে গাঁ ঢাকা
ও- আমার বাবা।
আমার এমন, ব্যাকুল সারাক্ষণ,
ডাকবে এসে বাবা কখন।
কত দিন হয়ে গেল
আর তো আমাকে ডাকেনা
আমার বাবা।
তার এ অভাগা ছেলে,
দোয়া করি হাত তোলে,
হে! আল্লাহ দয়াময়
আমার বাবা যেন বেহেস্ত বাসি হয়।