জন্ম নিয়ে অট্টালিকায়, করছো তুমি অহংকার।
তুমি কি, কি তোমার, ভেবে দেখ এক বার।
আকাশ ছোঁয়া বাড়ী তোমার, বিশ্ব জুড়ে যশ।
এরই মাঝে আছে কত গরীব হলেও মানুষ।
গরীব বলে তুমি তারে করছ কত ঘৃণা,
করছো তারে মর্মাহত, ওরে হৃদয় হীনা।
ক্ষণেক প্রীতির তরে, এসেছিল তোমার দ্বারে,
শূন্য হাতে ফিরিয়ে দিলে, মর্মে আঘাত করে
বড় বলে ধরায় তোমার সবার আগে আসন।
বলছো তোমার চরণ তলে আছে কত জন।
অহংকারের লোভে পরে, দিচ্ছ তাদের অপবাদ।
গরীব বলে তাইতো তারা, করছে না তার প্রতিবাদ।
তোমাদের গড়া এমন বিধান, ভাঙ্গতে যাবে সাধ্য কার।
গরীব হলেও আছে যে তার, বেঁচে থাকার অধিকার।
অহমিকা ভূষণ তোমার, বিশ্ব জুড়ে যশ।
এরই মাঝে আছে কত গরীব হলেও মানুষ।