হালকা শীতের ধাক্কা দিয়ে,
ধান পেকেছে খবর নিয়ে,
নতুন ধানের নতুন ঘ্রাণে,
আনলো ডেকে হেমন্ত কে।


ধান মাড়ানো র পরছে দুম,
চাষির চোখে নাই যে ঘুম,
ধানের খোলা, ধানের গুলা
আনলো ডেকে হেমন্ত কে।


নতুন ধানের, নতুন ঘ্রাণে,
আনলো খুশি চাষির মনে,
চাষির মুখের নতুন গানে,
আনলো ডেকে হেমন্ত কে।


নদীর ধারে, ক্ষেত খামারে,
সবজি চাষে যাচ্ছে ভরে।
নতুন চারার কচি পাতা,
আনলো ডেকে হেমন্ত কে।


এমনই করে বারে বারে,
বছর ঘুরে, আসুক ফিরে
নবান্নের খবর খবর নিয়ে।
আনুক ডেকে হেমন্ত কে।