রংধনুর সাত রঙ্গে দেব তোমায় রাঙিয়ে।
প্রজাপতির পাখার মত দেব তোমায় সাজিয়ে।
শেষ বিকালের লাল সূর্যের টিপ পরাব কপালে।
চেয়ে চেয়ে দেখব আমি, চাঁদ মুখের হাঁসি।
কাছে এসে যদি বলো আমায়
ভালবাসি, ভালবাসি।


চাঁদনী রাতে জোছনা দিব, দিব আকাশ ভরা তারা।
ভালবাসার সাগর দেব, দেব ঝর্ণা ধারা।
গোলাপ দেব, শিউলি দেব, বকুল ফুলের মালা দেব।
হৃদয়ে ফোটা ফুলের সুবাস দেব রাশি রাশি।
কাছে এসে যদি বলো আমায়
ভালবাসি, ভালবাসি।


আদর দিয়ে ঘুম পাড়াবো, স্বপ্ন ঘেরা নীড়ে।
পাখির ডাকে জাগিয়ে দেব, নিত্য তোমায় ভোরে।
কোকিলের গান শুনাব তোমায় বসন্ত কালে।
শুনাব তোমায়, বাজিয়ে বাঁশের বাঁশি।
কাছে এসে যদি বলো আমায়
ভালবাসি, ভালবাসি।


তোমার জন্য হাসি মুখে মরতে আমি পারি।
সাত সমুদ্র তের নদী চাও যদি দেব পাড়ি।
তোমার জন্য আমার জীবন রাখতে পারি বাজি।
তোমার জন্য হাসি মুখে পরতে পারি ফাঁসি।
কাছে এসে যদি বলো আমায়
ভালবাসি, ভালবাসি।