আকাশ জুড়ে ভাসছে ওই কালো মেঘের ভেলা।
বিজলী আর মেঘের গর্জন করছে শুধু খেলা,
বাতাস লেগে গাছের শাখা কাঁপছে থর থর,
পশ্চিম থেকে আসছে ছুটে কালবৈশাখী ঝড়।


শন শন শন শব্দ করে বইছে জড়ো বাতাস,
সূর্য মামা লুকিয়েছে, কালো করে আকাশ।
বৃষ্টির সাথে মেঘের গর্জন, লাগছে মনে ডর।
পশ্চিম থেকে আসছে ছুটে কালবৈশাখী ঝড়।


বাঁশের খুঁটি, খরের ছাউনি ছোট্ট ছোট্ট ঘরে,
কালবৈশাখীর বাতাস লেগে যায় যদি উড়ে।
মনের মাঝে শুধু এ ভয়, উড়ায় যদি ঘর!
পশ্চিম থেকে আসছে ছুটে কালবৈশাখী ঝড়।