আঁধার ছাড়া আলোর যেমন মূল্য থাকেনা।
দুঃখ না পেলে কেউ, সুখ খুঁজে না।
তুমি আমায় দুঃখ দিলে, সুখ পেলাম না।
দুঃখ যদি নাই বা দিতে, কেমনে করবো তুলনা,
কোনটা ছিল ভালোবাসা, কোনটা ছলনা।


ফুল তুলিতে যদি ওগো, কাটার আঘাত পাই।
ফুলের আশায় আঘাত পেলেও, দুঃখ তবু নাই।
কাটার আঘাত পেলাম শুধু, ফুলত পেলাম না।
দুঃখ যদি নাই বা দিতে, কেমনে করবো তুলনা
কোনটা ছিল ভালোবাসা, কোনটা ছলনা।


কূল ভাঙ্গলে নদীর দু-ধার চলে যায় দূরে।
নদীর এ কূল ভেঙ্গে আবার ও কূল গড়ে।
কূল ভেঙ্গেছে আমার ধারে, তোমার ধারে না।
দুঃখ যদি নাই বা দিতে, কেমনে করবো তুলনা
কোনটা ছিল ভালোবাসা, কোনটা ছলনা।


মন দিয়ে চিনলাম না আমি, তোমার মন কে।
এত ভালবেসে আমি পেলাম না তোমাকে।
আমার মনটা ভাঙ্গলে তুমি, জুড়া ত নিল না।
দুঃখ যদি নাই বা দিতে, কেমনে করবো তুলনা
কোনটা ছিল ভালোবাসা, কোনটা ছলনা।