এসেছে জৈষ্ঠ্য মাস মধু মাস,
পাকা ফলের ছড়াছড়ি।
দাওয়াত দিলাম বন্ধু তুমি,
আইসো আমার বাড়ি।
আম পেকে সব লাল হয়েছে,
আম গাছের ডালে।
খবর পেয়ে বাদুড় গুলো সব,
আসে রাত্রি কালে।
লিচু গাছে লিচু গুলো যেন
টসটসে লাল পেকে।
পোকা থাকে, খাবার সময়
খেয়ো তুমি দেখে।
বাবা যাবে তার মেয়ের বাড়ি
সাথে নিয়ে আমের জুড়ি,
কাঁঠাল নিবে গুটা কয়েক,
লিচু নিবে কয়েক কুড়ি।
এসেছে জৈষ্ঠ্য মাস মধু মাস,
পাকা ফলের ছড়াছড়ি।
দাওয়াত দিলাম বন্ধু তুমি,
আইসো আমার বাড়ি।