একুশ শতকের শুরুতে এসে, ভাবছি বসে নীরবে।
রাশেদিনের যুগ পাব কি করে, মোহিত গোলাপের সৌরভে।
বিতাড়িত হবে কি পৃথিবী থেকে, নিপীড়ন আর নির্যাতন।
পাব কি তাদের, মোদের মাঝে, সাহাবার মত আপন জন।
উমরের মত পাব কি শাসক, সঙ্গী যার গভীর রাত।
বঞ্চনা, জুলুম, অত্যাচারের, করবেন যিনি মুক্ত পাত।
খেজুর গাছের ছায়ার নিচে, হবে গো যার ঠিকানা।
মরু ভূমির তপ্ত বালি, হবে গো যার বিছানা।
হতাশার মাঝে শোনাবে যে জন, মহান আশার বাণী।
পিপাসায় জোগাবে জন পেয়, গোছাবে দুঃখ গ্লানি।
রাতে যে জন গুড়ে বেড়াবে, প্রকার ধারে ধারে।
অনাহারীর ঘরে খাদ্য দিবে নিজের কাঁধে করে।
আসবে না আর ভুবন মাঝে, হিরুসীমার হতাশা।
আনবো মোদের হৃদয় মাঝে, যুগ রাশেদার প্রত্যাশা।