রূপসী বাংলা,
তোমার রূপের নেইকো শেষ।
তুমি আমার রূপসী বাংলাদেশ।
সবুজে শ্যামলে ভরা আমাদের এ দেশ।
প্রাকৃতিক সৌন্দর্যে সেজে, আছে নানা বেশ।
রূপসী বাংলা,
তোমার রূপের নেইকো শেষ।
তুমি আমার রূপসী বাংলাদেশ।
পদ্মা, মেঘনা, যমুনার বুকে,
বাতাসের তালে ঢেউ উঠে।
কানন বাগে ফুল ফুটে।
পাখির ডাকে পরে রেশ।
রূপসী বাংলা,
তোমার রূপের নেইকো শেষ।
তুমি আমার রূপসী বাংলাদেশ।
নানা ফসলে ভরা জমি,
ঘাসে ভরা চারণ ভূমি,
রাখাল চরায় গরু মেষ।
রূপসী বাংলা,
তোমার রূপের নেইকো শেষ।
তুমি আমার রূপসী বাংলাদেশ।
তোমার বুকে, ধান ক্ষেতে,
কৃষক তাদের শ্রম ঢালে,
তাতে সোনার ধানের নেইকো শেষ।
রূপসী বাংলা,
তোমার রূপের নেইকো শেষ।
তুমি আমার রূপসী বাংলাদেশ।
ধান, তামাক, পাট, আখে ভরা।
বন, বৃক্ষ, আর গাছ গাছড়া।
সোনালী আঁশের দেশ।
রূপসী বাংলা,
তোমার রূপের নেইকো শেষ।
তুমি আমার রূপসী বাংলাদেশ।
প্রতি বছর বিলের বাঁকে,
পাখি আসে ঝাঁকে ঝাঁকে,
তাদের আসার হয়না শেষ।
রূপসী বাংলা,
তোমার রূপের নেইকো শেষ।
তুমি আমার রূপসী বাংলাদেশ।
সাগর টাকে ছুঁয়ে ছুঁয়ে,
ঘিরে আছে পাহাড় দিয়ে,
সমতল ভূমির দেশ।
রূপসী বাংলা,
তোমার রূপের নেইকো শেষ।
তুমি আমার রূপসী বাংলাদেশ।
ভাটিয়ালী, জারি সারি,
নেই যে সবার মনকে কারি।
হাছন, লালনের দেশ।
রূপসী বাংলা,
তোমার রূপের নেইকো শেষ।
তুমি আমার রূপসী বাংলাদেশ।
হাজার বীরের স্বপ্ন দেখা,
লাখ শহীদের রক্ত মাখা,
স্বাধীন বাংলাদেশ।
রূপসী বাংলা,
তোমার রূপের নেইকো শেষ।
তুমি আমার রূপসী বাংলাদেশ।