সত্য ন্যায়ের তুল রে তুফান অত্যাচারীর বাধে।
সাবধানে করবি রণ, পরিস না তার ফাঁদে।
সত্য ন্যায়ের প্রতীক তোরা, সত্য ন্যায়ের দল।
রণ করবি, রণ করবি, চলরে তোরা চল।
অত্যাচারীর শক্তি দেখে করিস নাতো ভয়।
সাহস নিয়ে করবি রণ, তবেই হবে জয়।
হউক না যতই শক্তিশালী, অত্যাচারীর দল।
রণ করবি, রণ করবি, চলরে তোরা চল।
অত্যাচারী ছড়িয়ে গেছে সারা দেশ জুড়ে।
ভীরুর মত তোরা কেন থাকবি বসে ঘরে।
অন্যায় রোধে করিস না ভয়, সত্য ন্যায়ের দল।
রণ করবি, রণ করবি, চলরে তোরা চল।
অত্যাচারীর অত্যাচার দেখে থাকবি তোরা বসে।
নীরব হয়ে বসে থাকলে, ফাঁদে পরবি শেষে।
ভীরু হয়ে থাকবি বসে কাপুরুষের দল।
রণ করবি, রণ করবি, চলরে তোরা চল।
বুকে নিয়ে বল, চলরে তোরা চল।
রণ করবি, রণ করবি, চলরে তোরা চল।
সত্য ন্যায়ের দল, চলরে তোরা চল।
রণ করবি, রণ করবি, চলরে তোরা চল।