চারিদিকে তাকিয়ে দেখি
কোথাও কেউ নাই।
একলা বসে আপন মনে
দেশের গান গাই।
এমন সময় একটি কোকিল
আমার কাছে এলো।
কুহু কুহু বলে আমার
গানের সূর ধরল।
কোকিলের ঐ গান শুনে
হাস লো নারকেল গাছ।
পুকুর থেকে লাফিয়ে এলো
একটি রুই মাছ।
যত ছিল প্রজাপতি
দিল হাত তালি।
হাসতে হাসতে ফুটে গেল
সকল ফুলের কলি।
হঠাৎ করে পাখির ডাকে
ঘুম ভেঙ্গে গেল।
আঁখি মেলে তাকিয়ে দেখি
প্রভাত হয়ে এলো।
সেই ছবিটি মনের মাঝে
এখনো আছে গাঁথা।
তাদের কথা ভাবি আমি
বসে একা একা।
যারা আমার সাথে ছিল
না পাই তাদের দেখা।
এই ছিল সেই রাত
আমার স্বপ্ন দেখা।