পাগলের সুখ মনে মনে
বাউলের সুখ গানে।
গাঁজাখোরের সুখ নাকি হয়
লম্বা লম্বা টানে।
কৃষকের সুখ হেমন্ত কালে
ক্ষেতের পাকা ধানে।
মাঝি ভাই, সুখ যে পায়
গেয়ে ভাটিয়ালী গানে।
অলির সুখ ফুলে ফুলে,
শিশুর সুখ মায়ের কূলে।
বাঁদুরে নাকি সুখ পায়
উল্টা ভাবে ঝুলে।
এত সুখের মাঝে আমরা
কেউতো নয় সুখী।
মনে মনে তাইতো আমরা
সবাই সাজি দুঃখী।
সুখ খুঁজিলে সুখ মেলেনা
সুখ যে থাকে মনে।
সুখের সুবাস বয়ে আনুক
সবার মনে মনে।