বারবার আমি জলে পড়ে যাই।
আগুনকে বড়ো ভয়,
যদি চামড়া পুড়ে যায় মিথ্যে আদরে!
অলীকতা ছুঁয়ে নেয় যদি সূর্যের বলয়?
বারবার আমি জলে পড়ে যাই...
জ্বলন্ত হৃৎপিণ্ডকে বড়ো ভয়।
ছাই সহ্য হয় না চোখে একদম
জিভে ফুটন্ত ঘি,
বারবার আমি জলে পড়ে যাই...
বারবার তাকাই ফুটপাত গলন্ত না কি?
যদি ফুসফুসে ধোঁয়া চলে যায়!
ঘাম যদি চামড়া ভেজায়?
স্থলে চরতে বড়ো ভয় তাই...
বারবার আমি জলে পড়ে যাই।