এ কি জ্বালা! ঝালাপালা হয় দেহ-মন!
আগুনে পুড়ছে যেন দুপুর এখন।
বায়ু পুড়ে,জল পুড়ে,মাটি পুড়ে ফাঁক
শুনশান পথে-ঘাটে উঁকি দেয় কাক!
দরদর ঘাম ঝরে,চড়চড়ে তাপ
ক'দিন আগেই ছিল কুয়াশার চাপ!
ক'দিন আগেই ছিল কোকিলের গান
আজকে শুকিয়ে কাঠ হয়ে গেল প্রাণ!
হা হা হু হু চারিদিকে, দাউদাউ সুর!
থরে থরে বালি যেন নয় বহুদূর।
ছেড়ে দে রে! ছেড়ে দে রে! বলে ওঠে বুক
আকাশের কোণে মেঘ খুঁজে পায় সুখ।
এ কি খেলা ঋতু তোর! ভেবে তাক লাগে
কাছ থেকে আমি তোকে দেখিনি তো আগে!