চারিদিকে ধূর্ত মানুষ,পৃথিবী শয়তানের কারখানা
সর্বদাই সজাগ তারা ধরে কাটতে ছাগলছানা।
কতগুলো পিশাচের জাত,হিংসায় মরে জ্বলে
কিছু আবার বুদ্ধিভ্রষ্ট,মস্তানের কথায় চলে।
সাবধানে মেশো এখানে,ভালোবেসো গুন মেপে
রাক্ষস অতি আদর পেলে গলাই ধরে চেপে।
পঁচা আলুর বুকে ভালো আলুটাকে রেখে দিলে
শুধরায় না পঁচা,ক্রমশ ভালোটাই পঁচে চলে।
প্রয়োজন দূরত্ব যেখানে,গুরুত্ব অবশ্যই দিতে হবে
মিলেমিশে একাকার থাকলে নষ্টামিও বেড়ে যাবে।
শুদ্ধতা বজায় রাখতে অশুদ্ধদের এড়ানোই শ্রেষ্ঠ
রাক্ষস থাকেই,মানুষ রাক্ষস হয়ে পায় কষ্ট।