মাথায় তোদের বজ্র পড়ুক
             নোংরা নেতার দল!
সেবার নামে রক্ত শোষণ
             চালাবি ক'দিন বল?
মুখ ছুটিয়ে আসন নিয়ে
অর্থে নিলি ঘর ভরিয়ে;
দেহে তোদের রক্ত না কি জল?
সুখের গান মঞ্চে গেয়ে
সবার খাবার একলা খেয়ে
ক্ষুধার্তদের বুঝিয়ে দিলি ভিক্ষাই সম্বল!
আর কবে মানুষ হয়ে
         করবি দেশের কাজ
আর কবে মিথ্যে নাটক
         করতে পাবি লাজ?
বোঝা বড়ই কঠিন তোদের গ্যাঁড়াকল!!