খুব পাতিখালী যেতে ইচ্ছে করছে
আজ তোকে নিয়ে---
দূর্গাচকের চকচকে সব প্রাসাদ পেরিয়ে,
চেয়ে থাকব অপলক
দূর সমুদ্রের জলে
অথবা নির্বাক নয়াচরের পাড়ে
                --- কৌতুহলে।


যাবি...?
আজ বিকেলটা যেন প্রাচীন,
তোর আর আমার মাঝে
             পুনরায় সম্মুখীন
হতে চায় যেন
অতীতের কিছু মুহূর্ত;
কিছু ঢেউ ও বাতাস ধূর্ত।


না--- আজ আর দেরি করব না
বিশ্বাস কর
শরীরটা বড় ক্লান্ত,
যত ছুটে খুঁজেছি পথ
        ততই দিকভ্রান্ত
হয়েছে আমার;
বোঝাতে পারবো না
কারনটা কি এত করুনার,
কত সুখে আছি
দেখে যা---
নিজের হাতেই কেন এ বুক কেটেছি।


শোন না--- চল
তবে ঘুরে আসি আজ,
জানি আছে কাজ
কি করব বল-- সময় যে কম!
শরীর যাচ্ছে ক্ষয়ে
স্বপ্নেরা মৃত্যুর ভয়ে
             সন্ধি করছে হজম।


কি রে--- যাবি তো বল!
আবোল তাবোল বকছি শুধু অনর্গল।