যেতে হবে জেনেও কতো কিছু করি!
কতো দুঃশ্চিন্তায় মরি।
হৃদয়ে কামনার বারুদ সাজিয়ে
বোকামির ঢাক-ঢোল বাজারে বাজিয়ে
এগিয়ে চলি অগন্য স্বপ্নে,অদম্য আশায়
লোভ আর হিংসা ভরা ভাষায়
তর্ক ও তামাশা করে করে
ক্ষতির আশঙ্কা জাগিয়ে বুকের ভেতরে
কতো হাসি,গাই
অন্যের আনন্দে শুভেচ্ছা জানাই
কতো ভেঙে পড়ি পায়!
কতো ক্রোধের পরীক্ষায়
ব্যার্থ হই, সোজা করে শিরদাঁড়া
সমাজ ও সংসারের তাড়া
খেয়ে খেয়ে অবশেষে
সাহারার মধ্যভাগে এসে
পা রাখার মাটি পাই
কতো যত্নে কতো স্নেহে লম্বা দাঁড়াই।
উপার্জন করি খাদ্য ও বস্ত্র
প্রতিরক্ষার জন্য সংগ্রহ করি অস্ত্র,
এই মহান প্রকৃতিকে করে যাই দান
উৎপন্ন সন্তান।


যেতে হবে না জানলে কি কি করতাম?