কতই না পুরছকার
পেয়ে গেছে ক্রিকেটার
বড়ো বড়ো ফ্লিমস্টার
মন্ত্রী,মোড়ল আর
জ্ঞানী কবি বারবার,
শুধু নাই অধিকার
ক্ষেতেই কেটেছে যার
এ জীবনের চারিধার!


যদি বাতাসের কোলে
আজ তাহারা দলেদলে
আসে গো কৌতুহলে
জানিতে সে কাদা-জলে
এই সভ্যতায় তাহলে
কটা সম্মান ফলে
উঠিয়াছে মাথা তুলে
অভাগা চাষীর কপালে!


আর যেনে যায়
আমরা জ্ঞানীরা তাহায়
চোখ না দেওয়ায়
হয়নি বোনা হায়
কোন সম্মান সেথায়,
যারা ক্ষেতে খায়
মুখে অন্ন জোগায়
তারাই নাই সভ্যতায়!


নিশ্চিত জেনো তবে
তাহারা ভীষণ ক্ষোভে
সোজা উঠিয়া দাঁড়াবে,
খাটিয়া কি হবে!
ঘরে ফিরে যাবে
এই কথা ভেবে--
'শশ্য প্রাসাদে ফলিবে
শিল্পীরা হাসিয়া তুলিবে'।


আমি বিশ্বাস করি এলাকা ভিত্তিক চাষীদের জন্য বিভিন্ন সম্মান ও পুরস্কার দেওয়ার ব্যবস্থা করা উচিত সরকারের পক্ষ থেকে। সবথেকে ভালো ফলন উৎপাদন কারীদের এটা প্রাপ্য।এর ফলে চাষীদের আগ্রহও বাড়বে। চাষবাস জীবনের সবথেকে প্রয়োজনীয় এক শিল্প কি নয়! চাষবাস করাটা যেন আজকাল কোনো কাজের মধ্যেই পড়ে না!