বুক ছড়িয়ে পড়লো ভেঙে
ফুসফুসে জড়িয়ে গেল নিঃশ্বাস!
লতা আর নেই
পারবো না কিছুতেই করতে বিশ্বাস!
চোখ ডুবে গেল জলে
বেদনা ছুটে বেড়ালো রক্তের অঞ্চলে,
কান এমন কুৎসিত খবর পেতেই...
চুপ করো নির্দয় সব
বিশ্বাস করি না... লতা আর নেই!
যতদিন থাকবে আলো
যতদিন থাকবে এ পৃথিবী ভালো
সে কন্ঠ,সে আবেগ
ভেসে বেড়াবে ফুলে,অডিটরিতে;
শেষ হওয়ার নয় সামান্য মৃত্যুতে
যত তর্ক করুক বাস্তবতা
জীবন লতায় আচ্ছন্ন থাকবেই...
বোঝাতে এসো না কাতর হৃদয়কে এই
বিশ্বাস করি না... লতা আর নেই!