এমন একটা বৃষ্টি দিনে
যদি তোর অভাবে
এ দেহ ভেঙে পড়ে,
যদি জনবহুল গ্রাম থেকে দূরে
ওই ভিনগ্রহী পদ্মপুকুরের
উদ্ভিদময় পাড়ে
তোকে নিয়ে যাওয়ার আকাঙ্খায়
এই অবোধ হাত পা কাতরাতে থাকে;
এমন একটা বৃষ্টি দিনে
যদি তোর সাথে
কিছু সময় কাটাতে চেয়ে
সামাজিকতায় জর্জরিত এ হৃদয়
সমস্ত নিয়ম, বাধা উপেক্ষা করে
ব্যাকুল কন্ঠে তোকে ডেকে বসে,
তুই কি সাড়া দিবি না?
বুকে তুলে নিবি না
এই ঝরে পড়া আমাকে?