একুশ মানে,
আমি বাঙালি সেটা মনে পরা
একুশ মানে,
বাংলার মনে 'দিনটি'-র হওয়া উরা
একুশ মানে,
রক্তে রাঙা লাশে ভরা  বাংলার রাজপথ
একুশ মানে,
আমার ভাইয়ের সেদিন রক্তে বস্তু ভেজা
একুশ মানে,
মাতৃভাষাকে বাঁচাতে জীবন বলিদানের শপথ।
একুশ মানে,
আমার ভাইয়ের নিঃসৃত রক্তে লেখা পুর্ববাংলার অমোঘ ভাগ্যলিপি
একুশ মানে,
সালাম, রফিক, বরকত, জব্বার, সফিউল প্রমূখ দামাল ছেলের তাজা রোকতে ফোঁটা গোলাপ
একুশ মনে,
এগিয়ে চলি, যতই থাকুক  বন্দুকের বুলেট
একুশ মানে,
রাজশক্তির কাছে দি না মাতৃভাষার ভেট।
একুশ মানে,
বলিষ্ঠ কন্ঠে মিলেসবাই সম্মিলিত প্রতিবাদের গর্জন
একুশ মানে,
লড়বো আমরা, করতে দেব না মাতৃভাষার সম্মান হনন।
একুশ মানে ,
ভাষার জন্য জেহাদের করি ডাক,
একুশ মানে,
অত্যাচারী রাজশক্তি চিরতরে নিপাত যাক।
একুশ মানে,
নয় শুধু ভাষা শহীদদের স্মরণ করা,
একুশ মানে মাতৃভাষার গুরুত্ব জীবনে বুজতে পারা।
একুশ মানে,
মাতৃভাষাকে বহন না করে, করি বাহন,
একুশ মানে ,
মাতৃভাষাকে দেব সর্বাগ্রে স্থান , এই করি পণ।
একুশ মনে
বিশ্ব বাঙালির পাওয়া ভাষায় সন্মান ।।
    
21/02/2018
সকলকেই জানাই "আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে"শুভেচ্ছা  ও অভিনন্দন।