তোমার বিরহে আর পারিনা ...
খুঁজে বেড়ায় সেই ঠিকানা
খুঁজে পেলাম সুখ নিজের অজান্তে


থাকিনা চোখ বুজে ,
সত্যি তুমিও  কবিতাকে ভালবেসে দেখো
খুশির ঠিকানা পাবে খুঁজে


সমুদ্রের ঢেউয়ে পাবে নৃত্যের মূর্ছণা
বাতাস মিষ্টি হেসে কথা কবে কানে কানে
শ্রাবণ মেঘ এসে মনময় ঘনঘটা
বৃষ্টির শব্দে শরীরে অনুভব শিহরণ
কবিতাকে ভালবেসে দেখো - - -


অক্ষর বকুল হবে , সুগন্ধে ছেয়ে যাবে মন
ছন্দ এক হিরণ্ময় মিলনের গাঁথা
ভাবের প্রকাশে উজ্জ্বল কত অজানা স্বপ্নকথা
হৃদয়ের এপার ওপার ছুঁয়ে একরাশ ভাললাগা
সারারাত  হাসনুহানা , এ যে এক পরশমণি
কবিতাকে ভালবেসে দেখো , একবার ।


                     কবিতাকে
সবাই পারে না বাসতে ভাল
তাই অধিকাংশ কাটায় এক নির্বাসিত জীবন
চাও যদি অফুরন্ত রঙ ,তোমার মন প্রাণ অঙ্গনে
চির বসন্ত কৃষ্ণচূড়ার মাতাল শোভায়
          শুধু একবার
                  কবিতাকে ভালবেসো ।